ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুলিশের লাঠিচার্জ

0
1


অবশেষে ফুরালো অপেক্ষার পালা। প্রকাশ হলো ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার। এ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য বিহারকেই বেছে নিয়েছেন আল্লু অর্জুন। সেই অনুষ্ঠানেই রবিবার সন্ধ্যায় দেখা গেল ব্যাপক উত্তেজনা। হঠাৎই একদল লোকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরমধ্যে শুরু হয় জুতা ছোড়াছুড়ি এবং মারপিট।

ঘটনার শুরু, আল্লু অর্জুন অনুষ্ঠানে পা রাখার মিনিট কয়েক আগেই। পাটনার গান্ধী ময়দানে একেবারে জনঅরণ্য। তিল ধারণের জায়গামাত্র নেই! সকলের পরনে ‘পুষ্পা’ মুখোশ। কিন্তু আচমকাই কেন এই গোলযোগ? সেই কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বেগতিক দেখে বিরাট পুলিশ বাহিনি মাঠে নামে। লাঠিচার্জ করে শেষমেশ থামানো হয় তাদের।

এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, কেন ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ট্রেলার লঞ্চের জন্য বিহারকে বেছে নিলেন আল্লু অর্জুন-সহ নির্মাতারা? জানা গিয়েছে, ‘পুষ্পা’ ছবি মারাত্মক জনপ্রিয় হয়েছিল বিহারে। বিশেষ করে, আল্লু অর্জুনের দেশি গ্যাংস্টার অবতার বিহারের মানুষদের বেশি আকৃষ্ট করেছিল। সে জন্যই এবার ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য বিহারকে বেছে নিয়েছেন ছবিটির টিম।

ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে যতোই হট্টগোল হোক, আভাস মিলেছে দারুণ জমজমাট এক সিনেমা হতে যাচ্ছে ‘পুষ্পা ২’। ট্রেলারেই ছবিটি করে ফেলেছে রেকর্ডও।

ধুন্ধুমার অ্যাকশন আর মারকাটারি আয়োজনের মাঝে রাশ্মিকা মান্দানা-আল্লু অর্জুনের রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল। আল্লু অর্জুন আগেরবারের মতোই দাপুটেরুপে ফিরেছেন। বরং এবার আরও ভয়ানক।

ট্রেলারে চমকে দিলেন ফাহাদ ফাসিলও। পুলিশ অফিসারের চরিত্রে আবারও ঝড় তোলার আভাস দিলেন তিনি। প্রথম কিস্তিতে দুই তারকার সম্মুখ যুদ্ধের আভাস মিলেছিল। এবার তাদের যুদ্ধ দেখা যাবে পর্দায়।

এদিকে ট্রেলারটি মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ে চলেছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘পুষ্পা-২ এর ট্রেলারটি ইউটিউবে ২৪ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি দেখা তেলেগু সিনেমার ট্রেলার হিসেবে রেকর্ড গড়েছে। এটি মহেশ বাবুর গুন্টুর কারামকে ছাড়িয়ে গেছে। গুন্টুর কারাম প্রথম ২৪ ঘন্টায় ৩৭.৭০ মিলিয়ন ভিউ পেয়েছিল। কিন্তু ‘পুষ্পা ২’ মাত্র ৮ ঘন্টার মধ্যে এটিকে অতিক্রম করেছে এবং বর্তমানে ৪২ মিলিয়ন ভিউ অতিক্রম হয়েছে এটির।

২৪ ঘন্টায় সবচেয়ে বেশিবার দেখা ট্রেলার হিসেবে শীর্ষে রয়েছে ‘পুষ্পা ২’। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মহেশ বাবুর ‘গুন্টার কারাম’ যা ৩৭.৭০ মিলিয়ন ভিউ পেয়েছে। ৩২.৫৮ মিলিয়ন ভিউ নিয়ে তৃতীয় স্থানে প্রভাসের ‘সালার’।

এ বছরের সবচেয়ে আকাঙ্খিত চলচ্চিত্র ‘পুষ্পা ২’ মুক্তির আগেই ১০০০ কোটির ব্যবসা করে নিয়েছে। আর এই বিগ বাজেটের সিনেমাতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন নিয়েছেন ৩০০ কোটি টাকা পারিশ্রমিক। বলতে গেলে রেকর্ডের পর রেকর্ড গড়েছে সিনেমাটি। এবার দেখার পালা মুক্তির পর সিনেমাহলে কেমন রেকর্ড গড়ে।

আগামী ৫ ডিসেম্বর সাতটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’।

এলএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।