শেখ হাসিনার সঙ্গে কথপোকথন: সেই যুবলীগ নেতা গ্রেফতার

0
0


বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিতায় ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই দিন থেকে তিনিসহ তার লোকজন আত্মগোপনে চলে যান।

এর মধ্যে জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে। এসব নানা অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে গোবিন্দগঞ্জ থানায়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। কোর্টের মাধ্যমে শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ এইচ শামীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।