মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা নিহত

0
0


কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।

নিহত আব্দুর রহমান উখিয়ার মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক।

তিনি বলেন, রোববার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে এক যুবক নিহত হন। তিনি টেকনাফ নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।