পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

0
2


পাবনার সাঁথিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়াইলমারী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, বিকেল সাঁথিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে বোয়াইলমারী বাজারে পৌঁছালে প্রতিপক্ষ শামসুর রহমানের কর্মী-সমর্থকরা ওই কমিটি বাতিলের দাবিতে আরেকটি মিছিল নিয়ে আসেন। এসময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২) হাশেমসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এর আগে শুক্রবার এ কমিটি প্রত্যাখ্যান করে শামসুর রহমানের সমর্থকরা বেড়া সিঅ্যান্ডবি চত্বরে ঝাড়ু মিছিল বের করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিকেলে মিছিল বের হয়। এসময় খায়রুন নাহার খানম মিরু ও সদস্যসচিব সালাহ উদ্দিন খানের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালাহ উদ্দিন খান বলেন, আমাদের মিছিলে শামসুর রহমানের লোকজন হামলা চালায়। তারা মিছিলকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। এ হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, উভয় গ্রুপের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। এরপরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।