সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ নভেম্বর ২০২৪

0
2


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৪৩৮০০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছেই। অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একদিনে নতুন করে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২০ জন।

লেবানন থেকে ইসরায়েলে ২০ রকেট নিক্ষেপ
লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি মতো রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এর আগেও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে।

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশে ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০
স্পেনের একটি কেয়ার হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই কেয়ার হোমে বয়স্ক এবং মানসিক ভাবে অসুস্থ লোকজন থাকেন বলে স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অপহৃতদের হত্যায় উত্তপ্ত মণিপুর, ৫ মন্ত্রী-বিধায়কের বাড়িতে আগুন
ভারতের মণিপুরে দুইজন মন্ত্রী ও তিনজন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জিরিবাম জেলায় অপহৃত নারী-শিশুদের হত্যার ঘটনার প্রতিবাদে শনিবার (১৬ নভেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশকে বাদ রেখেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা?
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ইতিহাসে এবার প্রথম অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিগত ৪৭ বছর ধরে কলকাতা বইমেলায় অংশ নিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু ২০২৫ সালের ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশ নিয়ে ধোঁয়াশা কাটলো না।

দ্রুত গতিতে হোয়াইট হাউজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউজে যাওয়ার প্রস্তুতি দ্রুত গতিতেই সারছেন ডোনাল্ড ট্রাম্প। অগ্রাধিকারের ভিত্তিতে ইতোমধ্যেই তিনি তার কাজ শুরু করে দিয়েছেন এবং এর অনেক কিছু ওয়াশিংটনসহ বিশ্বের অনেককেই বিস্মিত করছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় এখানে আলোচনা করা হলো-

ট্রাম্প দায়িত্ব নিলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ‘আগের চেয়ে দ্রুত শেষ হবে’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী জানুয়ারিতে ফের ওভাল অফিসের নিয়ন্ত্রণ নিতে চলেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় প্লেনের গায়ে গুলি
যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় গুলিবিদ্ধি হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি প্লেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুলির পর প্লেনটি নিরাপদে টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

বিশ্ব বাজারে এক সপ্তাহে জ্বালানি তেলের দাম কমলো ৪ শতাংশ
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো। শুক্রবার (১৫ নভেম্বর) জ্বালানি তেলের দাম কমেছে দুই শতাংশের বেশি। এর অন্যতম কারণ হলো চীনে দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।