পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি

0
0


পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শনিবার (১৬ নভেম্বর) শায়রুল জানান, পুলিশ সংস্কার বিষয়ক বিএনপির গঠিত কমিটি তাদের প্রস্তাবনা দলের কাছে জমা দিয়েছে।

তিনি বলেন, কমিটি প্রস্তাবনা ১৬ নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও একদিন আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন অফিসে জমা দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদকে প্রধান করে ৬ সদস্যের পুলিশ সংস্কার কমিটি গঠন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন, মো. আশরাফুল হুদা, সাবেক আইজিপি এস এম জহরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল কাইয়ুম, সাবেক আইজিপি আনসার উদ্দিন খান পাঠান, সাবেক এসপি খান সাঈদ হাসান পিপিএম, সাবেক ডিআইজি সদস্য-সচিব।

কেএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।