রেকর্ডবুকে তোলপাড় তুলে প্রোটিয়াদের সিরিজ হারালো ভারত

0
0


ক্রিকেটে ভারতকে ব্যাটারদের দল মনে করা হয়। কিন্তু ব্যাট হাতে ভারতীয়রা এতটা বিধ্বংসী হতে পারে, সে দৃশ্য দেড় মাস আগেও দেখিনি ক্রিকেটবিশ্ব। গেল ১২ অক্টোবর বাংলাদেশের বোলারদের বেধড়ক মারধর করে টি-টোয়েন্টিতে ২৯৭ রান তুলেছিল ভারত। এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। এবার দক্ষিণ আফ্রিকাকে হাতুড়েপেটা করলো সূর্যকুমার যাদবের দল।

শুক্রবার জোহানেসবার্গে প্রোটিয়া বোলারদের তুলার মতো উড়িয়েছে ভারত। সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার পিটুনিতে দিশেহারা হয়েছেন জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন, লুথো সিমামলা ও কেশব মহারাজরা। চার ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চার-ছক্কার ফুলঝুরিতে ১ উইকেটে ২৮৩ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। জবাবে নেমে মাত্র ১৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের রেকর্ডবুকে শুরু হয় তোলপাড়।

 

এমএইচ/

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।