যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৬৮ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে সরোয়ার মোল্লা নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গোগা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদ সরদার এ অভিযোগ করেন। অভিযুক্ত সরোয়ার মোল্লা গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালিয়ানি গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার ছিলেন শাহাজান আলী। ৫ আগস্টের পর তিনি গা ঢাকা দেন। এরপর থেকে গ্রামের কিছু মানুষ স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের কার্যক্রম দেখাশোনা করছেন। বৃহস্পতিবার সকালে চাল বিতরণের আগে গোগা গ্রামের মৃত সাবুর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহ্বায়ক সরোয়ার মোল্লা গোডাউনের তালা খুলে ১৬৮ বস্তা চাল নিয়ে চলে যান। ফলে এলাকার অসহায়-দরিদ্ররা চাল নিতে পারেননি।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সরোয়ার মোল্লা বলেন, আমার বিরুদ্ধে চাল লুটের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। খাদ্যবান্ধব কর্মসূচির ৭ নম্বর ওয়ার্ডের চাল নিয়ে আমি বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দিয়ে দিয়েছি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, আমি অফিসের বাইরে আছি। অভিযোগ হয়েছে কিনা এখনো জানি না। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
জামাল হোসেন/এসআর/এএসএম