টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় বাসের ৬ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। আজ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কুর্নী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নষ্ট হওয়ায় রাস্তার পাশে থামানো ছিল। পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান ৬ জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায় নি।