হবিগঞ্জে জনপ্রিয় হচ্ছে ভাসমান পদ্ধতির সবজি চাষ , লাভবান হচ্ছেন অনেক কৃষক

0
6

জলাবদ্ধ জায়গায় ভাসমান পদ্ধতির সবজি চাষ বাড়ছে হবিগঞ্জে । কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় অনেক কৃষক এই পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হয়েছেন । পাচ্ছে ভালো ফলন ।হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলাবদ্ধ জায়গার পরিমান কম নয় । সেসব জায়গা কেউ পতিত ফেলে রাখা, কেউবা মাছ চাষে ব্যবহার করতো ।

এখন এসব জমিতে পানির ওপরই ফলছে লাউ – কুমড়া । নবীগঞ্জের মতো বিভিন্ন উপজেলায় অনেকটা একই চিত্র । অনেকেই এই পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন ।

এই পদ্ধতির খুটিনাটি সব দিক সম্পর্কে কৃষককে ধারণা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর । কৃষি কর্মকর্তারা জানান , বিষমুক্ত সবজি আবাদে এই পদ্ধতি ভালো কাজ করে । এছাড়া জমির ব্যবহার না হওয়ায় মোট উৎপাদনেও ভূমিকা রাখতে পারে এটি ।

হাওরাঞ্চলে ভাসমান সবজির আবাদ নিয়েও কাজ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।