মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

0
2


গাজীপুরের কালীগঞ্জে নানার বাড়ির মুরগির পোল্ট্রি ফার্মে আইপিএসের লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. ফাহিম ওঝা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধোলাসাধুখাঁ গ্রামের ওঝা বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

তিনি জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় ফোন করলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।

আব্দুর রহমান আরমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।