রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষা দিতে আসা সাবেক ছাত্রলীগ কর্মী শিহাব আল রশিদ ওরফে গালিবকে পিটিয়ে থানায় হস্তান্তর করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মেডিকেল কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
শিহাব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনার চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শিহাব আল রশিদ ওরফে গালিব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। ২০১৭ সালে শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় কলেজের ডেন্টাল ইউনিট হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। মঙ্গলবার তিনি রংপুর মেডিকেল কলেজ হতে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা শেষে কলেজ গেটের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে মারধর শুরু করেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করেন।
ওসি আরও বলেন, গত ৫ তারিখের একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস