‘এ যুগের মেরিলিন মনরো পামেলা’

0
1


হলিউডের তারকা অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। বেশ লম্বা বিরতির পর তিনি অভিনয়ে ফিরছেন। ‘দ্য লাস্ট শোগার্ল’ ছবি দিয়ে পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে তার। এ ছবির পরিচালক গিয়া কপোলা। কেট জার্সটেনের লেখা সিনেমাটি ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সম্প্রতি ছবির প্রচারণা করতে গিয়ে পরিচালক কপোলো অভিনেত্রী পামেলাকে নিয়ে দারুণ এক মন্তব্য করেছেন।

কপোলো দাবি করেছেন, তিনি পামেলা অ্যান্ডারসন এবং মেরিলিন মনরোর মতো অভিনেত্রীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি তৈরি করেছেন। এই সিনেমার ধারণা পেয়েছিলেন ২০২৩ সালে নেটফ্লিক্সে প্রকাশ হওয়া পামেলা অ্যান্ডারসনের ডকুমেন্টারি ‘এ লাভ স্টোরি’ দেখার পর। তার চোখে পামেলা অ্যান্ডারসন এ যুগের মেরিলিন মনরো। যিনি সেরা আবেদনময়ী ও মেধাবী অভিনেত্রীদের অন্যতম।

এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে কপোলা বলেন, তিনি প্রায়ই এমন চরিত্রের স্বপ্ন দেখতেন যেগুলোতে কাজের জন্য মেরিলিন মনরোর মতো অভিনেত্রীরা উপযুক্ত হতেন। অবশেষে তিনি খুঁজে পেলেন পামেলা অ্যান্ডারসন এমন একটি চরিত্রের জন্য দুর্দান্ত হবেন।

‘দ্য লাস্ট শোগার্ল’ সিনেমায় পামেলা অ্যান্ডারসন শেলি নামক এক চরিত্রে অভিনয় করেছেন। শেলি লাস ভেগাসের এক ড্যান্সার। তার জীবনে একসময় কঠিন হয়ে আসে যখন তার ৩৮ বছরের পুরোনো শোটি বাতিল হয়ে যায়। তাকে বলা হয় যে তিনি বয়স্ক। এটা তাকে কষ্ট দেয় এবং অপমানিত করে। সেই সময়টাকে জয় করার গল্প বলবে ছবিটি।

কপোলা বলেন, ‘শেলি চরিত্রটিরে সঙ্গে মেরিলিন মনরো এবং পামেলা অ্যান্ডারসনের চরিত্রের সাদৃশ্য রয়েছে। তিনি বিশ্বাস করেন যে পামেলা অ্যান্ডারসন ‘আমাদের সময়ের মেরিলিন মনরো’। কপোলা আরও বলেন, ‘অ্যান্ডারসন খুবই বুদ্ধিমান, গুণি শিল্পী। অভিনেত্রী হিসেবে তিনি সবসময়ই তার প্রতিভা প্রদর্শন করতে চান।’

‘দ্য লাস্ট শোগার্ল’ সিনেমায় পামেলা ছাড়াও অভিনয় করেছেন জেমি লি কুরটিস, কিয়ার্নান শিপকা, ডেভ বাউটিস্টা, ব্রেন্ডা সঙ এবং জেসন শোয়ার্টজম্যান। সিনেমাটি প্রযোজনা করেছেন শোয়ার্টজম্যান এবং নাতালি ফ্যারি।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।