দুসপ্তাহ আগে ভারতের আর্থিক মন্দার আভাস দিয়েছিল দেশটির রিজার্ভ ব্যাংক । জরিপের ফলাফলের ভিত্তিতে জানানো হয়েছিল , দেশটির অর্থনীতি মন্দার মুখোমুখি । এবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ ।শুক্রবার প্রকাশিত ভারতের জিডিপি সংক্রান্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে । ২০২০ এবং ২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের জিডিপি পৌঁছেছিল ৭ দশমিক ৫ শতাংশে ।
শুক্রবার প্রকাশিত দ্বিতীয় চতুর্থাংশের জিডিপির তথ্য থেকে জানা গেছে , মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি । সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৬ সালে ।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল প্রতিবেদনে জানিয়েছে , সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরের চতুর্থাংশে তাদের জিডিপি ৮.৬ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে ।
জিডিপি – র সঙ্কোচন নিয়ে সরকারি তথ্য প্রকাশের পরই কেন্দ্র এবং প্রধানমন্ত্রীকে তাপের মুখে ফেলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।