পাকিস্তানে মেয়ের জামাইয়ের হাতে একে -৪৭ তুলে দিয়েছেন শাশুড়ি | Pakistan Weeding AK47

0
7

পাকিস্তানে সম্প্রতি সাজানো বিয়ের আসরে উপহার হিসেবে মেয়ের জামাইয়ের হাতে একে -৪৭ তুলে দিয়েছেন শাশুড়ি । টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে ।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টার পাকিস্তান তাদের স্থানীয় সংবাদপত্রে  জানিয়েছে , রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

 

ভিডিওতে দেখা গেছে , হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি ।পরে ছবির জন্য পোজেও দিয়েছেন তারা ।