ঢাকা কলেজের নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তরিফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ ইমরান নাজির।
সংগঠনের উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি আরফান জামান আবিরকে সিনিয়র সহ-সভাপতি এবং শরীফ উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুনকে সহ-সভাপতি করা হয়েছে। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান তাওহীদ সাগর।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আফজাল হোসেন অনিক, আমিনুল এহসান সামির। সংগঠনিক সম্পাদক মাসুদ রানা অনিক, রিয়াদ হোসেন ও দেওয়ান নাঈম।
উপদেষ্টা পরিষদে রয়েছেন মিঠু মোরশেদ, মাহফুজুর রহমান, বেলায়েত হোসেন, ইমাম হোসেন কিরণ, মেহেদী হাছান, নূর নবী নূরু, রাশেদুল আমীন, কবিরুল ইসলাম রাজু, আব্দুল হাকিম ও মানছুরুল হক তানভির।
এএএইচ/কেএসআর