কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিএমএমডিপির দুই বিমা

0
6


দেশের প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রবিমা খাতে নতুন দুটি কৃষিবিমা চালু করেছে বাংলাদেশ মাইক্রোইনস্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (বিএমএমডিপি)।

কৃষিবিমা দুটি হলো ক্লাইমেট মাইক্রোইনস্যুরেন্স ইনোভেশন ফান্ড- উদয় ও ক্লাইমেট রিস্ক রেজিলিয়েন্স ফান্ড- অভয়। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করবে সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উদ্ভাবনী মাইক্রোইনস্যুরেন্সের এই তহবিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদয় তহবিলটি জলবায়ু-সচেতন মাইক্রোইনস্যুরেন্স পণ্যে উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তা দেবে, অন্যদিকে অভয় তহবিলটি পুনঃবিমাকারীদের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিএমএমডিপির দুই বিমা

বিএমএমডিপির টিম লিডার পারভেজ মোহাম্মদ আশেক বলেন, এই তহবিলগুলো জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহনশীলতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। উদয় ও অভয় তহবিলের মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু ঝুকির সাথে মানিয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখবে।

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কোরিনি হেঙ্কোজ পিগনানি বলেন, জলবায়ু ঝুঁকি, স্বাস্থ্য সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের বিরুদ্ধে গ্রামীণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ক্ষুদ্রঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিএমএমডিপির দুই বিমা

তিনি ক্ষুদ্র কৃষকদের প্রয়োজন অনুসারে সাশ্রয়ী মূল্যের বিমা পণ্য সরবরাহে মোবাইল ফোন এবং স্যাটেলাইট ডেটার মতো প্রযুক্তির ভূমিকার ওপর জোর দেন এবং সুইজারল্যান্ড বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল কৃষি মাইক্রোইনস্যুরেন্সের উদ্ভাবনী সম্ভাবনা’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স, ব্লু মার্বেল মাইক্রোইনস্যুরেন্স ইনকর্পোরেশন, এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লিমিটেড এবং কেএম দাস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেডের বিশেষজ্ঞরা অংশ নেন। তারা জলবায়ু সহনশীলতা তৈরিতে উদ্ভাবনী উদ্যোগ ও অংশীদারত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এমএএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।