বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিতে প্রস্তুত বাইডেন | মন্ত্রিসভার ছয় সদস্যের আনুষ্ঠানিক ঘোষণা

0
5

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি বদলে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন ।হোয়াইট হাউসের পথ প্রশস্ত হওয়ায় নিজের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি ।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পরে পরাজয় স্বীকার করে , ফের অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , এক টুইট বার্তায় লিখেছেন ৩ নভেম্বরের ভোটে কারচুপি হয়েছিল ।

ট্রাম্পের ৪ বছর ইউরোপ ও বিশ্বের অন্যত্র যুক্তরাষ্ট্রের পুরনো মিত্রদের তুমুল অস্বস্তিতে ফেলেছিল । নতুন প্রেসিডেন্টের চ্যালেঞ্জ তা কাটিয়ে ওঠা ।। মঙ্গলবার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো – বাইডেন আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেন । পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন অ্যান্টনি ব্লিংকেন । জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জ্যাক সুলিভান ।

জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিন্ডা থমাস – গ্রিনফিল্ড । জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আভ্রিল হাইনেসকে । অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে , কিউবান বংশোদ্ভূত আলেহান্দ্রো মায়েরকাসকে । জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ।

পরে এনবিসি নিউজকে বলেন , জয়ের মাধ্যমে এটাই প্রতিফলিত হচ্ছে আমেরিকা ইজ ব্যাক । পাশাপাশি পুরনো মিত্রদের নিয়ে একসঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি । ” কর্মকর্তাদের নাম ঘোষণা হয়েছে এর মাধ্যমে প্রতীয়মান হবে আমেরিকা ফিরছে । পিছু না হটে বিশ্বকে ফের নেতৃত্ব দিতে প্রস্তুত । টেবিলে প্রধান হিসেবে বসে শত্রুদের মুখামুখি হতে এবং মিত্রদের খারিজ না করতে প্রস্তুত ।

” জানুয়ারির ২০ তারিখ দায়িত্ব নেয়ার পর ট্রাম্প অনুসৃত একতরফা জাতীয়তাবাদ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে সরিয়ে নেয়ারও ইঙ্গিত দেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিক । প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় তিন সপ্তাহ পর পরাজয় স্বীকার করলেও , ফের টুইট করে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।সোমবার রাতে দেয়া টুইট বার্তায় বলেন , যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে কখনো পরাজয় মেনে নেবেন না তিনি ।

এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করার চিঠি দেয় জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ।