চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

0
7


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শামীম হোসেন (৪৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কলোনিপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের রসুলপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ শামীম হোসেনকে আটক করে।

এঘটনায় একই দিন র‌্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই অপু কুমার ২০২২ সালের ২৬ জুন শামীম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।