চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমজাদ হোসেন (৪৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১১ নভেম্বর) সকালে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।
গ্রেফতার আমজাদ হোসেন নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব রসুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাকে শনিবার রাতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ২০২১ সালের চট্টগ্রামের পটিয়া থানার এক মাদক মামলায় আমজাদ হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
এসময় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানামূলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার নামারবিল এলাকা থেকে আমজাদকে গ্রেফতার করা হয়।
এমডিআইএইচ/এসআইটি/এএসএম