রাজধানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৫

0
2


রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজ এলাকায় একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- মো. রাজিব মিয়া (২১), মোছা. সুমি আক্তার (১৮), মোছা. সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও মোছা. সুবর্ণা আক্তার (২২)। তারা সবাই পোশাক শ্রমিক।

রাতেই দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।