বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকায় আসছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল। আগামী ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
ম্যাচ দুটি সামনে রেখে ১ নভেম্বর থেকে অনুশীলন করে আসছে বাংলাদেশ। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুই দফায় ২৭ জন ফুটবলারকে অনুশীলনের জন্য ডেকেছেন। সেপ্টেম্বরে থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর বাংলাদেশ প্রথম মাঠে নামছে। এই দুই ম্যাচ ২০২৪ সালের শেষ খেলা বাংলাদেশের।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল গত বছর অক্টোবরে বিশ্বকাপ ২০২৬ এর বাছাইয়ের প্রথম রাউন্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক দুই ম্যাচের প্রথমটি মালেতে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। হোম ম্যাচ ২-১ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।
বাংলাদেশ বছরের শেষ ম্যাচ দুটি জয়ের ব্যাপারে আশাবাদী। কয়েক বছর মালদ্বীপ একটি ভয়ের নাম হয়ে দাঁড়িয়েছিল। তবে গত সাফ চ্যাম্পিয়নশিপে ও বিশ্বকাপ বাছাইয়ে জেতার পর বাংলাদেশের ফুটবলারদের সে ভয় কেটে গেছে। ঘরের মাঠের এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হয়েছে ১৮ বার। ফলাফলে দুই দলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে।
আরআই/আএইচএস/