আঙ্গুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে থেকে ছিটকে পড়েছিলেন মুশফিকুর রহিম। তখনই বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছিলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টও খেলতে পারবেন না হয়তো তিনি।
শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ দিতে হলো মুশফিককে। তার পরিবর্তে ১৫ জনের দলে জায়গা পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছিলো অঙ্কনের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর, জ্যামাইকায়।
দুই টেস্টের সিরিজের পর রয়েছেন তিন ওযানডে। শুরু হবে ৮ ডিসেম্বর। সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের পর সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর। এই দুই ফরম্যাটের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
আইএইচএস/