ইরানের সাথে নতুন করে চুক্তি স্বাক্ষরের জন্য রোববার নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব । তবে এই আহ্বান পরমাণু সমঝোতায় ফিরে যাওয়া নয় বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল – মুয়াল্লেমি ।
তিনি বলেন , পুরোনো পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার মতো কেউ নির্বোধ হবেনা বলেই মনে করেন তিনি ।ওই সমঝোতা চুক্তি মরে গেছে দাবি করে বাইডেনকে তেহরানের সাথে নয়া চুক্তি সইয়ের আহ্বান জানান আব্দুল্লাহ ।
২০১৮ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে তেহরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে শুরু করেছে । যা এখনও অব্যাহত রেখেছে ওয়াশিংটন ।