সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী গ্রেফতার

0
1


রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে নগরীর রাণীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিপুল সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করতেন।

এদিকে নগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে নগরীর থানাগুলোতে আরও ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

রাজশাহী জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কি না সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সাখাওয়াত হোসেন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।