দুরন্তের তিন দিনব্যাপী ইলেকট্রিক বাইক ও স্কুটারের প্রদর্শনী

0
1


রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ প্রদর্শনীতে ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে অংশগ্রহণ করে আরএফএল গ্রুপের ব্র্যান্ড দুরন্ত।

বাংলাদেশে প্রথম দুরন্ত ব্র্যান্ডের ই-বাইসাইকেল বাজারে এসেছে, যা যানবাহন ব্যবস্থায় একটি নতুন রূপরেখা তৈরি করছে। ক্রমাগত এর চাহিদা ও জনপ্রিয়তা অর্জন করছে।

দুরন্ত প্রায় পাঁচ ধরনের ই-বাইক ও একটি ই-স্কুটারের মডেল প্রদর্শনী করেছে। এবারের প্রদর্শনীতে দর্শনার্থীদের দারুণ আগ্রহ ছিল এই স্টলে। ক্রেতাদের কাছ অগ্রিম অর্ডার নেওয়া হয়েছে। মেলা থেকে দুরন্তের ই-বাইক এক চার্জে ৪৫ কিলোমিটার মাইলেজ দেয়। আর প্রাইজ মডেলভেদে ৪২ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরএন পাল বলেন, আমাদের উদ্ভাবনী ই-বাইক দেশের বাজারে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, দেশের পাশাপাশি আমরা দুরন্ত ই-বাইক বিভিন্ন দেশে রপ্তানি শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো টেকসই এবং পরিবেশবান্ধব পণ্য তৈরি করা, যা আমাদের পরিবেশ, সমাজ দেশ ও পৃথিবীর উপকারে আসবে।

দুরন্তের তিন দিনব্যাপী ইলেকট্রিক বাইক ও স্কুটারের প্রদর্শনী

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর কুড়িলে আইসিসিবিতে ‘বিইভিএমএক্স-২০২৪’ এবং ‘বিমেক্স ২০২৪’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান। প্রদর্শনীর পর্দা নেমেছে গতকাল শনিবার।

ইএআর/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।