রাজধানীর বংশাল থানার সামনে দ্রুতগামী তানজিল পরিবহনের বাসের ধাক্কায় আবুল কালাম (৬০) নামের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) দুপুরের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পথচারী ইসমাইল হোসেন জানান, বংশাল থানার সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পকেট থেকে তার পরিচয়পত্র পাওয়া গেছে। এর মাধ্যমে জানতে পেরেছি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এসআইটি/জিকেএস