ঈশ্বরদীতে জমে উঠেছে উদ্যোক্তা মেলা

0
1


পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে উদ্যোক্তা মেলা। দর্শনার্থীরা মেলার স্টলগুলোতে ভিড় জমাচ্ছেন। বেচাকেনাও হচ্ছে জমজমাট। ‘ঈশ্বরদী উদ্যোক্তা প্লাটফর্ম’ নামে একটি সংগঠনের আয়োজনে প্রথমবারের মতো ৭ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়।

ক্ষুদে উদ্যোক্তাদের অনুপ্রেরণা, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও নিজেদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার বাড়ানোর উদ্দেশ্যে পৌর শহরের আড্ডাখানা ক্যাফেটেরিয়া চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

মেলার ১৫টি স্টলের মধ্যে ১২টিই ছিল নারী উদ্যোক্তাদের। পাট, বাঁশ-বেতের তৈরি সামগ্রী, বিভিন্ন রকমের কেক, পিঠা পুলি, আঁচার ও জামাকাপড়, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য এ মেলার স্টলে স্থান পেয়েছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।

মেলার দর্শনার্থী এস এম শিশির মাহমুদ বলেন, ঈশ্বরদীতে এই প্রথম উদ্যোক্তা মেলা হচ্ছে। দেখতে এসে বেশ ভালো লাগছে। তরুণ উদ্যোক্তাদের আয়োজন সবার নজর কেড়েছে। ঈশ্বরদীর উদ্যোক্তাদের জন্য আরও ভালো কিছু হবে বলে আশা করছি।

দর্শনার্থী শাবরিজ শামস তাপস বলেন, মেলায় এসে অবাক। এত মানুষের সমাগম হতে পারে ভাবতে পারিনি। প্রথমবারের মতো এ মেলার আয়োজন হলেও প্রতিটি স্টল ছিল বিভিন্ন পণ্য সামগ্রীতে ভরপুর।

আরিয়া ফ্যাশন অ্যান্ড ফুড হাউজের উদ্যোক্তা আরিয়া তাহসিন অবন্তি বলেন, নিজেদের পণ্যগুলো ক্রেতাদের নজরে ও অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন বিক্রি করতে পারি মূলত সে কারণেই আমাদের এ মেলায় আসা। আমরা বিশেষ করে যারা নারী উদ্যোক্তা রয়েছি, আমাদের পণ্যগুলো সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে পারছি।

ঈশ্বরদীতে জমে উঠেছে উদ্যোক্তা মেলা

উদ্যোক্তা মেলার আয়োজক শফিকুল ইসলাম জয় বলেন, ঈশ্বরদীতে প্রথম এ মেলা আয়োজন করেছি। অনেক তরুণ উদ্যোক্তা মেলায় যুক্ত হয়েছেন। তারা তাদের তৈরি পণ্যের প্রচার করতে কেবল অনলাইন ব্যবহার করে। সেখান থেকে বেরিয়ে এসে তাদের এই প্রচারটা সরাসরি ক্রেতাদের সামনে করার লক্ষ্যেই মূলত নারী উদ্যোক্তাদের সহযোগিতায় এই মেলার আয়োজন।

আরেক আয়োজক শাহরিয়ার অমিত বলেন, এ মেলায় হাজার হাজার দর্শনার্থী ও ক্রেতারা আসছে। তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখে তারা কিনছেন এবং উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন।

শেখ মহসীন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।