মোটরসাইকেল দুর্ঘটনা দুই বন্ধু নিহত, পঙ্গু হাসপাতালে ভর্তি আরেকজন

0
2


বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের সীমানা প্রাচীরে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজার সংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শামসুল হক ভূঁইয়ার ছেলে স্বপন ভূঁইয়া (৩৫) ও রশিদ বেপারীর ছেলে কাওসার হোসেন (২৫)। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক ছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আলম বেপারীর ছেলে মো. নাইম (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোটরসাইকেলযোগে তিন বন্ধু উপজেলার নোমরহাট বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দ্রুতবেগে চালাচ্ছিল স্বপন। বাজারের কাছাকাছি গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কবরস্থানের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এদের মধ্যে ঘটনাস্থলেই নিহত হন স্বপন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাজারের পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকা পাঠানো হয়। রাত ১১টার দিকে কাওসার মারা যান। অপরজন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।

শাওন খান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।