করোনায় আক্রান্ত মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ

0
3
Mohamed Salah

করোনায় আক্রান্ত হয়ে আফ্রিকান ন্যাশন্স কাপের পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবেন না লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। 

জাতীয় দলের ক্যাম্পে কোভিড পজিটিভ হয়েছেন তিনি। এখন আইসোলেশনে রয়েছেন মোহাম্মদ সালাহ। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে মিশর ফুটবল ফেডারেশন জানায় মোহাম্মদ সালাহের শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। তার করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এলেও মিশর দলের বাকি ফুটবলারদের করোনা নেগেটিভ।

মিশরের হয়ে আগামী দুই ম্যাচ মিস করবেন সালাহ। আফ্রিকান ন্যাশন্স কাপে শনিবার টোগোর মুখোমুখি হবে মিশর। ফিরতি ম্যাচে মঙ্গলবার লড়বে দুই দল। আর লীগে লেস্টার সিটি এবং চ্যাম্পিয়নস লীগে আটলান্টার বিরুদ্ধে পরবর্তী দুই ম্যাচে দেখা যাবে না সালাহকে।


আরো পড়ুনঃ