আইপিএল ফাইনাল শেষে দুবাই থেকে ভারত আসার পথে অতিরিক্ত সোনা বহনে আটক হয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া।
নিয়ম ভেঙ্গে নির্ধারিত পরিমান সোনা থেকে বেশি সাথে থাকায় মুম্বাইয়ে শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে আটক করে ডিআরআই কর্মকর্তারা।
নিয়ম মোতাবেক একজন পুরুষ ২০ গ্রাম সোনা বহন করতে পারবে। যার মূল্য কোনোভাবেই ভারতীয় রুপি ৫০ হাজারের বেশি হতে পারবে না। কিন্তু ক্রুনাল ও তার ভাইয়ের কাছে এর চেয়ে অনেক বেশি মূল্যের সোনা পাওয়া যাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।
বহঙ্কৃত সোনার বৈধ কাগজপত্র চাওয়া হয়েছে তার কাছ থেকে। যা এখনো দিতে না পারায় আটক আছেন আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাইয়ের এই ক্রিকেটার।