জো বাইডেনকে অভিনন্দন জানালো চীন

0
10

অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার অভিনন্দনপত্র পাঠ করে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিং। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পর চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন জানানো হলো।

এতে বলা হয় যুক্তরাষ্ট্রের আইন ও পদ্ধতি অনুযায়ী মার্কিন নির্বাচনী ফলাফল নির্ধারণ হবে। সেই অনুযায়ী মার্কিনীরা যেই রায় দিয়েছেন তাতে বেইজিংয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।