রাজধানীর শ্যামপুরে পারিবারিক কলহের জেরে মো. বিপ্লব (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সানি আক্তার জানান, আমার বিপ্লবের সঙ্গে দ্বিতীয় বিয়ে। আমার আগের একটি সন্তান রয়েছে। আমার স্বামী ব্যবসা করতো। ব্যবসায় মন্দা হওয়ার কারণে মন খারাপ করে বসে থাকতো। এ নিয়ে আজ আমাদের মধ্যে ঝগড়া হয়। পরে নিজের রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। আমরা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আমাদের নিজ বাসা ওয়ারীর ধোলাইখালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমএইচআর/জিকেএস