সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন সদস্য আহ্বান

0
2


দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানিয়েছে বামপন্থি ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ সদস্য আহ্বানের বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। তিনি বলেন, একজন শিক্ষার্থী ১০ টাকা শুভেচ্ছা মূল্যে অনলাইন ও অফলাইনে সদস্য ফর্ম পূরণ করে ছাত্র ফ্রন্টের সদস্য হতে পারবেন।

সদস্য সংগ্রহ কার্যক্রম গত ৩ নভেম্বর শুরু হয়ে পুরো ডিসেম্বর মাসজুড়ে চলবে। বিজ্ঞানভিত্তিক সেক্যুলার, গণতান্ত্রিক ধারার সঙ্গে সহমত পোষণ করবে তারাই ছাত্র ফ্রন্টের সদস্য হতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা, অর্থ সম্পাদক নওশীন মোস্তারি সাথী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম, ঢাবি সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সদস্য সায়মা আফরোজ, পঙ্কজ নাথ সূর্য প্রমুখ।

সালমান সিদ্দিক বলেন, জাগ্রত ছাত্র সমাজের সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৮৪ সালে ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠন ছাত্রদের সঙ্গে নিয়ে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক, একই ধারার শিক্ষার দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বিগত সময়ে হাসিনা সরকার জ্ঞান-বিজ্ঞান-মনুষ্যত্ব ধ্বংসের জন্য জাতীয় শিক্ষাক্রম-২০২১ চালু করে। একমাত্র ছাত্র সংগঠন হিসেবে এটি বাতিলের দাবিতে আমরা সারাদেশে ছাত্র-শিক্ষক-অভিভাবক-বুদ্ধিজীবীদের সংগঠিত করি। আন্দোলনের এক পর্যায়ে অন্তবর্তী সরকার এটি বাতিলের ঘোষণা দেয়।

তিনি বলেন, অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্রস্বার্থ বিরোধী সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিলো, আজও আছে। শিক্ষার বাণিজ্যিকীকরণ-সংকোচন এবং সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে লড়াই, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের চেষ্টা, সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষা এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন গণতান্ত্রিক দাবিতে আমরা লড়ছি।

শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে শামিল করতে ছাত্র ফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সালমান বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে তাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চায়। এ লক্ষ্যে ছাত্র-যুবকদের সংগঠিত করতে চায়। সমস্ত অন্যায়-অত্যাচার-শোষণের বিরুদ্ধে লড়াইয়ের দুর্বার শক্তি গড়ে তুলতে চায়।

এমএইচএ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।