বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলা; আহত ১০

0
6

পটুয়াখালী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা সভা দুর্বৃত্তদের হামলায় পন্ড হয়েছে। এ হামলায় আহত হয়েছেন দলটির অন্তত ১০ জন নেতাকর্মী।

শনিবার বিকেলে শহরের খানমহল কমিউনিটি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার জানান নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সংবর্ধনার আয়োজন করে সদর ও দুমকি উপজেলা বিএনপি।

সভা চলাকালে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়। পিঠিয়ে বের করে দেয়া হয় নেতা কর্মীদের। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। পন্ড হয়ে যায় সংবর্ধনা সভা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত নেতাকর্মীদের বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই হামলার বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।