ভৈরবে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় আটক ৩

0
2


কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজন আটক হয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের কালীপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মতুর্জা আলীর ছেলে আরিফুল হাসান (২৭), সাগর মিয়ার ছেলে রাকিব আহমেদ ইশান (১৮) ও চন্ডিবের এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. নাসির মিয়া (৫১)।

র‍্যাব জানায়, ২৯ অক্টোবর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী মো. ইকবাল মিয়ার কাছে প্রশাসনের লোক বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ১ নভেম্বর চাঁদার টাকার জন্য তারা ওই ব্যবসায়ীর বাসায় যায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। তখন ভুক্তভোগী ১৫ হাজার টাকা দেন। এরপর ২ নভেম্বর চাঁদাবাজরা ওই ব্যবসায়ীকে ফোন দিয়ে র‍্যাব পরিচয় দিয়ে আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন তার মেয়ে মাহমুদা বেগম বিষয়টি র‌্যাবকে অবহিত করে। পরে অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে।

এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।