গাজীপুরে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের বিভিন্ন যানবাহনে চকলেট বিক্রি করতো কিশোরী। শনিবার দিনভর কাজ শেষে রাতে বাসায় ফেরার সময় কানিয়াকৈরের চন্দ্রায় তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে একা পেয়ে কিশোরীটিকে ধর্ষণ করে চালক সাদ্দাম ও তার হেলপার শরীফ।
এ সময় মেয়েটির কান্নার শব্দ পেয়ে বাসটির পিছু নেয় টহল পুলিশ। বিষয়টি টের পেয়ে কিশোরীকে বাস থেকে ফেলে পালিয়া যায় তারা। ওয়াকিটকিতে বিষয়টি জানানো হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় চালকসহ বাসটিকে জব্দ করে জয়দেবপুর থানা পুলিশ।
পরে এ ঘটনায় কিশোরী বাদী হয়ে দুজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করে।