করােনা ভাইরাসে আক্রান্ত জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ

0
6
{"source_sid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604851065072","subsource":"done_button","uid":"4E5909A1-689D-4075-BDA5-96C47D9BF070_1604851065045","source":"other","origin":"gallery"}

করােনা ভাইরাসে আক্রান্ত জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ । যে কারণে মিস করতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ । পিএসএল খেলতে সােমবার করাচি যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর । তার আগে নিয়ম অনুযায়ী করােনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে বিপত্তি ।

দুই দফায় পজিটিভ এসেছে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল । পিএসএলের প্লে অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর । করােনার কারণে সেখানে তাে যেতে পারছেনই না , সঙ্গে যােগ হয়েছে বিসিবির টি – টোয়েন্টি টুর্নামেন্টে খেলা নিয়ে অনিশ্চয়তা ।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা বঙ্গবন্ধু টি – টোয়েন্টি কাপ ।