মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী

0
3


যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। ক্ষমতা দখলে এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রার্থীর টুকিটাকি কিছু তথ্য-

কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

বয়স: ৬০

দল: ডেমোক্রেটিক পার্টি

নির্বাচনী প্রতিশ্রুতি: ‘আমরা পেছনে ফিরে যাবো না’ কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় এই স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া নীতিগুলোর কথা তুলে ধরেন। গর্ভপাতের অধিকারকে সমর্থন, নিত্যপণ্যের দাম কমানো ও আবাসন সংকট সমাধানেরও ঘোষণা দিয়েছেন তিনি।

আরও পড়ুন>>

২০২৪ সালের গুরুত্বপূর্ণ মুহূর্ত: নির্বাচনী লড়াই থেকে জো বাইডেন সরে দাড়ানোর পর ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের উদ্বোধনী বক্তব্য।

ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

দল: রিপাবলিকান পার্টি

বয়স: ৭৮

নির্বাচনী প্রতিশ্রুতি: ট্রাম্প বলেছেন, তিনি অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধে ‘সীমান্ত বন্ধ’ করবেন। এছাড়া কর কমানো, আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক কমানো এবং জ্বালানির মূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

২০২৪ সালের প্রধান মুহূর্ত: পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সভায় গুলির আঘাতে রক্তাক্ত ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাত তুলে ধরা।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।