আগুনে পুড়লো ২০ লাখ টাকার মালামাল

0
2


পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই তিন দোকানের মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো মো. শরিফুল ইসলামের জিনস ফ্যাশন, আলমগীর হোসেনের মাস্টার টেইলার্স ও মিতালি কসমেটিকস এবং আব্দুল হালিমের মোহন গার্মেন্টস।

রুপপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আওতাপাড়া বাজারে হঠাৎ একটি গার্মেন্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন ছড়িয়ে কসমেটিকস দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

শেখ মহসীন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।