নিখোঁজের ৫ দিন পর মিললো ভ্যানচালকের মরদেহ

0
1


নিখোঁজের পাঁচদিন পর দেলোয়ার হোসেন (১৯) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেটকা এলাকার এমবি এম ইটভাটার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৩১ অক্টাবর বিকেলে থেকে নিখোঁজ হন দেলোয়ার।

নিহত দেলোয়ার নোয়াখালীর মাইজদী থানার চর কমলা গ্রামের নুর নবীর ছেলে। তিনি সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নুর আমিনের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

আটক হলেন- আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯)। তবে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, ৩১ অক্টোবর দুপুরে দুই বন্ধুর সঙ্গে ঝগড়া হয় দেলোয়ারের। এরপর ওইদিন বিকেল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে পাঁচদিন পর স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।