নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ

0
3


মিরসরাইয়ে নিখোঁজের চার ঘণ্টা পর পুকুরে মিললো শিশু সৃজল নাথ অভির (৫) মরদেহ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

নিহত অভি উপজেলা করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের মহেন্দ্র দেব নাথের বাড়ির তপন দেবনাথের ছেলে।

জানা গেছে, সোমবার বিকেল ৩টার দিকে সৃজল নাথ অভি নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় জিডি করা হয়। নিখোঁজের চার ঘণ্টা পর সন্ধ্যায় সাড়ে ৭টায় বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি পানিতে ডুবে মারা গেছে, নাকি অন্য কিছু।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, নিখোঁজ ডায়েরির ১০ মিনিট পর বাড়ির পাশে পুকুরে ভাসমান দেহ ভেসে ওঠে। সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে শিশু অভির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে কোনো কিছু পাওয়া যায়নি। শিশুর পরিবার লিখত আবেদন করেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দেওয়ার জন্য।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।