কোন দল কোন খেলোয়াড়কে রেখে দেবে-২০২৫ আইপিএলের রিটেনশন প্রক্রিয়া শেষ হয়েছে এরইমধ্যে। এবার পালা মেগা নিলামের। ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, চলতি নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ হবে মেগা অকশন।
প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এ বছর মেগা অকশনের ভেন্যু পরিবর্তন হতে পারে। তবে সৌদি না দুবাই এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। শেষ পর্যন্ত সৌদি আরবকেই বেছে নিচ্ছেন আয়োজকরা। রিয়াদে বসবে এ বছরের মেগা নিলাম।
১০টি ফ্র্যাঞ্চাইজি এরইমধ্যে রিটেন করা খেলোয়াড়দের নাম প্রকাশ্যে এনেছে। এ রিটেনশনে বেশ চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, মিচেল স্টার্কদের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত অবাক করেছে সমর্থকদের।
রিটেনশনে মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। যার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ হয়েছে মোট ৫৫৮.৫ কোটি রুপি। ৪৬ জন রিটেন হওয়া ক্রিকেটারদের মধ্যে ৩৬ জনই ভারতীয়। এদের মধ্যে আবার ১০ অনভিষিক্ত ক্রিকেটার।
এবার কোনও ইংল্যান্ডের ক্রিকেটারকে রিটেন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। ছেড়ে দেওয়া হয়েছে জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, মঈন আলি, স্যাম কারান, হ্যারি ব্রুক, ফিল সল্ট এবং উইল জ্যাকসের মতো তারকা খেলোয়াড়দের।
এবার রিটেনশনে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন বিরাট কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের এই গুরুত্বপূর্ণ ব্যাটারকে কোনও মূল্যে ছাড়তে চায়নি।
অন্যদিকে রিটেনশনে সবচেয়ে কম খরচ করেছে পাঞ্জাব কিংস। তারা শুধুমাত্র প্রভসিমরন সিং এবং শশাঙ্ক সিংকে ধরে রেখেছে। ফলে মেগা অকশনে সবচেয়ে বেশি টাকা নিয়ে প্লেয়ার কিনতে নামবে তারা। রিটেনশনের পর তাদের হাতে এখনও ১১০.৫ কোটি রুপি রয়েছে।
এমএমআর/এমএস