হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও বিভিন্ন মূসক অব্যাহতি

0
3


২০২৫ সালের অনুষ্ঠেয় হজের যাত্রা সহজ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার।

পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।

২০২৫ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী যাত্রীদের জন্য এ সুযোগ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার (৪ নভেম্বর) এক বিশেষ আদেশ এ জারি করেছে।

আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ বিমানভাড়া। টিকিটের ওপর প্রযোজ্য শুল্ক, ফি ও মূসক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজ পালন সাশ্রয়ী হবে।

তবে এসব পদক্ষেপে হজযাত্রীদের কত টাকা সাশ্রয় হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, এই পদক্ষেপের ফলে হজযাত্রীদের ৫-৬ হাজার টাকা সাশ্রয় হতে পারে।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর যাওয়া-আসা মিলিয়ে প্রায় চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। এর আগেও বিভিন্ন সময়ে সরকার হজযাত্রীদের বিমানের টিকিটে শুল্ক অব্যাহতি দিয়েছে।

এর আগে গত বুধবার আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। মক্কা থেকে তিন কিলোমিটার দূরে আজিজিয়ায় বাড়িভাড়া করে সেখানে রাখা হবে হজযাত্রীদের। তবে এই প্যাকেজের বাইরে এবার যাত্রীদের ৪০ হাজার টাকা আলাদা নিতে হবে।

অন্যদিকে যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছর সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। খাবারের টাকাও প্যাকেজে ধরা ছিল।

এসএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।