গাজীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

0
3


গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আজিজুল হক (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এসময় স্ত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চন্নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আশরাফুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

অভিযুক্ত আজিজুল হক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশরাফুল ও আজিজুলের স্ত্রী একই কারখানায় চাকরির করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আজিজুল হক জানতে পেরে তাদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ওই কারখানায় চাকরি করা থেকে বিরত রাখেন। সোমবার সকালে বাসায় দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে আশরাফুল মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফুলের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে ।

আশরাফুলের শ্যালক বলেন, সাত বছর ধরে বোন-দুলাভাই শ্রীপুরে থাকেন। তিনি চন্নাপাড়া গ্রামে এসএস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করেন। দুপুরে স্থানীয়রা ফোন করে বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে এসে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পরকীয়া সম্পর্কের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।