আমরা কোনো রাজনৈতিক দলের অফিসে হামলা করবো না: রিজভী

0
2


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ যে লুটপাট করেছে দেশকে নতুনভাবে তৈরি করতে তাতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। বিদেশ থেকে যদি ১৮ লাখ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয় সেখান থেকে যদি ১৭ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার হয় তাহলে সেই দেশ উন্নত হবে কি করে এমন প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা এ দেশের ব্যাংক লুটপাট করেছে। আর সেই লুটপাটের টাকা শেখ পরিবার বিদেশে পাচার করেছে। সে লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা না বলতে পারে সেজন্যে তিনি গুম-খুনের পদ্ধতি ক্রসফায়ারের পদ্ধতি চালু করেছিলেন।

শনিবার (২ নভেম্বর) তেজগাঁও এলাকায় ডেঙ্গু সচেতনায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা এ দেশে কোনো হাসপাতাল করেননি, প্রাথমিক বিদ্যালয়, স্কুল-কলেজ করেননি। যেখান থেকে টাকা মারা যাবে, লুট করা যাবে সেটা করেছেন। লোক দেখানো ফ্লাইওভার-মেট্রোরেল তিনি করেছেন। কারণ এগুলো থেকে কাঁচা টাকা লুট করে বিদেশে পালিয়ে যাওয়া যায় বা বিদেশে পাচার করা যায়। অথচ তিনি উন্নত হাসপাতাল, প্রাইমারি স্কুল করেননি। যদি করতেন তাহলে হাসপাতালের বারান্দায় রোগী শুয়ে থাকতো না। স্বৈরাশাসকরা কখনো এগুলো করে না।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া অনেক নির্যাতন হামলা-মামলা সহ্য করেও গণতন্ত্রের জন্য হিমালয় পর্বতমালার মতো দাঁড়িয়ে থেকেছেন। শেখ হাসিনা বিন্দুমাত্র তাদের দমাতে পারেনি।

রিজভী বলেন, আমরা জানি অনেকেই এই ফ্যাসিবাদের দোসর ছিলেন। তারাও লুটপাট করেছে, বিএনপি নেতাকর্মীদের খুন-গুম করেছে, ছাত্রদের হত্যা করেছে। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অপরাধীকে দেখলে পুলিশের খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। তেমনি যারা নিরীহ, যারা ছোট ব্যবসা করে, চাকরি করে কারও ক্ষতি করেনি তাদের যেন ক্ষতি না হয়। তাদের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়। যারা অপরাধী তাদের বিচার হবে। কিন্তু বিচার করবে আদালত। তাদের গ্রেফতারের দায়িত্ব হচ্ছে পুলিশের। আমরা সে লাইনে যাবো না। আমরা কোন রাজনৈতিক দলের অফিসে হামলা করবো না। মানুষ যেন আমাদের দেখে নিরাপদ মনে করে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, জাহিদুল কবির, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, তৌহিদুল ইসলাম আউয়ালসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।