কুড়িগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চাল নিয়ে বিপাকে পড়েছেন কার্ডধারীরা। তাদের দাবি বিতরণ করা চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত। যা খাওয়ার অনুপযোগী। বাধ্য হয়ে সেই চাল গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করছেন অনেকেই।
এই বিষয়ে ডিলারদের দাবি খাদ্য গুদাম থেকে সরবরাহ করা চালই বিতরন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
কুড়িগ্রামের চিলমারি, রৌমারী সহ আরো কয়েক উপজেলার মানুষ খাওয়ার অনুপযোগী হওয়ার খাদ্যবান্ধব কর্মসূচির চাল গবাদি পশুকে খাওয়াচ্ছেন। নিম্ন মানের চাল বিতরণ করা ক্ষুব্ধ সুবিধাভোগীরা।
ডিলারদের মাধ্যমে বিতরণ করা হয়েছে এসব খাদ্য শস্য। তবে এখন আর এর দায় নিতে রাজি নয় তারা। তাদের দাবি খাদ্য গুদাম থেকে যে চাল দেয়া হয়েছে তাই বিতরণ করা হয়েছে।