তিন কোটি ৪০ লাখ টাকার কর ফাঁকির অভিযােগে অনলাইনে খাবার সরবরাহকারী ফুডপান্ডার বিরুদ্ধে মামলা হয়েছে । বুধবার জাতীয় রাজস্ব বাের্ডের ভ্যাট গােয়েন্দা অধিদপ্তরে মামলা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ।
গত ১৫ অক্টোবর রাজধানীর গুলশান -২ ফুড পান্ডার কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয় বলে জানায় ভ্যাট গােয়েন্দা ।
অভিযানে ফুডপান্ডার বিক্রয়ের তথ্য বিশ্লেষণ করে ভ্যাট ফকির । প্রমাণ মিলে । বিজ্ঞপ্তিতে বলা হয় , ভুল সেবা কোড ব্যবহার , প্রকৃত বিক্রয় তথ্য গােপন এবং উৎসে কর না দেওয়ায় ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে প্রেরণ করা হবে ।