তুরস্ক উপকূলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ৫ অভিবাসনপ্রত্যাশীর। সাগর থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। খবর রয়টার্সের।
দুর্ঘটনাস্থল থেকে ১২ মাইল দূরের একটি দ্বীপে সন্ধান মেলে আরও ৫ জনের। সাঁতরে সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা। তুরস্ক কর্তৃপক্ষ জানায়, শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ছয়টার দিকে নৌকাডুবির খবর পান তারা। দ্রুত শুরু করেন অভিযান। ছোট ডিঙ্গি নৌকাটিতে মোট ৩১ জন ছিলেন।
খবর পেয়ে অভিযানে যোগ দেয় গ্রিসের উদ্ধারকারীরাও। জানান, এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১০ জন। উদ্ধারকৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। একই দিন দুর্যোগ কবলিত হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে ভূমধ্যসাগরে চলে তিনটি অভিযান। ক্যালাব্রিয়া দ্বীপের কাছাকাছি উত্তাল সাগরে হাবুডুবু খেতে দেখা যায় তিনটি নৌকাকে। দু’টি নৌকা থেকে ৫৮৪ জন ও ৪৮৭ জনকে উদ্ধার করা হয়। এখনও চলছে উদ্ধার অভিযান।
এটিএম/