থাইল্যান্ডে বায়ু দূষণ, গেল সপ্তাহে ২ লাখ মানুষ হাসপাতালে

0
0


তীব্র বায়ু দূষণের জেরে থাইল্যান্ডে গেলো এক সপ্তাহে ২ লাখ মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে, ঘন ধূলোর চাদরে ঢেকে গেছে রাজধানী ব্যাংকক। খবর এএফপির।

থাই রাজধানী ব্যাংককে প্রায় ১১ মিলিয়ন মানুষের বসবাস। ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্যস্থল থাইল্যান্ড। তবে গত কিছুদিন ধরে যানবাহনের ধোঁয়া, শিল্প নির্গমনসহ বেশ কিছু কারণে দেশটির আকাশ ঢেকে গেছে ধূলার চাদরে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তীব্র বায়ু দূষণের ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি মানুষ। দেশটির উত্তরাঞ্চলের শহর চিয়াং মাইয়ের অবস্থা আরও বেশি শোচনীয়। কৃষি প্রধান এ অঞ্চলে কৃষকেরা ফসল পোড়ানোর ফলে বছরের একটি সময় সৃষ্টি হয় এ অবস্থার।

এটিএম/